সিলেটে ট্রাফিকপুলিশের অভিযানে ১৪৫৮ গাড়ি আটক, জরিমানা অর্ধ কোটি টাকা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 2 November 2025

সিলেটে ট্রাফিকপুলিশের অভিযানে ১৪৫৮ গাড়ি আটক, জরিমানা অর্ধ কোটি টাকা


সময় ডেস্ক :
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে শুধুমাত্র অক্টোবর মাসে ১ হাজার ৪৫৮টি যানবাহন আটক করা হয়েছে। মামলা দেয়া হয়েছে ১ হাজার ২৭টি। আর ৪৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৩৩ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (০২ নভেম্বর) এসএমপির গণমাধ্যম শাখা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।


আটক হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা ৬৫৩টি, প্যাডেলচালিত রিকশা ১৬৯টি, মোটরসাইকেল ৪৪২টি, সিএনজিচালিত অটোরিকশা ১২৮টি, লেগুনা ১২টি, প্রাইভেটকার ১৪টি, টেম্পু ৭টি, পিকআপ ২১টি, ট্রাক ৬টি, বাস ও মাইক্রোবাস একটি করে এবং দুটি ভ্যান।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিনের জন্য পুলিশের অভিযান বন্ধ থাকায় নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়ে যায়। আগে মহল্লার মধ্যে সীমাবদ্ধ থাকা এসব রিকশা মূল সড়কে ওঠায় যানজটের তীব্রতা বাড়ে। নাগরিকদের দাবির মুখে গত সেপ্টেম্বরের শেষ দিকে আবারো অভিযান শুরু করে এসএমপি।

অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়।


এরই মধ্যে গত মঙ্গলবার ১১ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালকরা চৌহট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে দিনব্যাপী বিক্ষোভ করেন। তবে প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।”

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযান চলমান রয়েছে। সিলেট থেকে অবৈধ যানবাহন পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

No comments:

Post a Comment

Pages