বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 2 November 2025

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা


সময় ডেস্ক :
আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।


রোববার (০২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মির্জা ফখরুল বলেন, দেশ এখন একরকম অনিশ্চিত সময় পার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।


পরে, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জেলা-উপজেলা পর্যায়ে র‍্যালি, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, ডকুমেন্টারি, ভিডিওচিত্র, পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।


No comments:

Post a Comment

Pages