সময় ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে থেকে যা কিছু করতে পেরেছি, তা সফলতা হিসেবেই গণ্য করি। যেগুলো করতে পারিনি, সেগুলোর পেছনে বাস্তব কারণ আছে।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ হোসেন বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়কাল মাত্র ১৫ মাস। এই সময়ের মধ্যে আমরা হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি। মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অচিরেই তারা প্রতিবেদন দেবে।”
তিনি আরও বলেন, “ইসলামিক ফাউন্ডেশনে অতীতে বেশ কিছু অনিয়ম ছিল। এসব যাচাই করতে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছিল। গতকাল তারা প্রতিবেদন দিয়েছেন। এখন সেই প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

No comments:
Post a Comment