প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী লেভেল-১ ক্রিকেট কোচিং কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ৩২জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। তিনদিনের ক্রিকেট কোচ কোচিং কোর্স গত বুধবার (২৯ অক্টোবর) শুরু হয়ে শুক্রবার (৩১ অক্টোবর) শেষ হয়। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন বিসিবির অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এবং গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ট্রেইনাররা।
সমাপনী দিনে স্বাগত বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির লেভেল-৩ কোচ রাজিন সালেহ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কোর্স সম্পন্নকারী নতুন কোচদের দায়িত্ব এখন মাঠে ক্রিকেটের উন্নয়নে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা।
তিনি বলেন, প্রায় দুই দশক পর সিলেটে এমন একটি সার্টিফাইড কোচিং কোর্স আয়োজন করা আমাদের একটি বড় অর্জন। এটি প্রমাণ করে বিসিবি ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, প্রশিক্ষিত কোচ তৈরি এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে অঙ্গীকারবদ্ধ- যার মাধ্যমে গোটা বাংলাদেশে ক্রিকেটের উৎকর্ষ ছড়িয়ে পড়বে।
শুভেচ্ছা বক্তব্যে বিসিবি কাউন্সিলর ও সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভী বলেন, আপনাদের প্রত্যেকের মধ্যে রয়েছে প্রয়োজনীয় যোগ্যতা ও আগ্রহ। যে কারণে আপনারা এই কোর্সের শিক্ষা কাজে লাগিয়ে ভালো মানের ক্রিকেটার তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে আরো বলেন, আপনারা শুধু সার্টিফিকেট নিবেন না, নিবেন একটি বড় দায়িত্ব। হবেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাতা।
প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার রাহাত শামস বলেন, এই নতুন প্রশিক্ষিত কোচদের নেতৃত্বে সিলেট অঞ্চলে আরো শক্তিশালী ও কাঠামোগত ক্রিকেট ইকোসিস্টেম গড়ে উঠবে বলে আশা করছি।
শিগগিরই বিসিবির উদ্যোগে লিখিত ও মাঠ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের বিসিবি অনুমোদিত লেভেল-১ কোচ হিসেবে সার্টিফিকেট প্রদান করা হবে। পরবর্তীতে তারা বিসিবির বিভিন্ন কার্যক্রমে কোচ হিসেবে নিয়োজিত হবেন। বিসিবির এমন স্বীকৃতি নিঃসন্দেহে দক্ষ ক্রিকেটার সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
আরো বক্তব্য রাখেন- সাবেক জাতীয় ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজিমুল করিম চৌধুরী ইভান ও কবির আহমেদ, সুনামগঞ্জের সাবেক ক্রিকেটার জি. এম. তাশহিজ এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দিপ দাস সুজক।


No comments:
Post a Comment