কাইয়ুম চৌধুরীর সমাবেশ ও মিছিলে নেতাকর্মীর ঢল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 28 October 2025

কাইয়ুম চৌধুরীর সমাবেশ ও মিছিলে নেতাকর্মীর ঢল


সময় ডেস্ক : সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরীর ডাকে দক্ষিণ সুরমায় গণসমাবেশ ও মিছিলে নেতাকর্মীর ঢল নামে।


মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন অন্তত ২০ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।


মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।


তিনি নেতাদের উদ্দেশে বলেন, মনোনয়ন পাওয়ার পর কোনো মিছিল বা মিষ্টি বিতরণ করা যাবে না- এতে দলের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরার আহ্বানও জানান তিনি।


আবেগঘন এক মুহূর্তে কাইয়ুম চৌধুরী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিলেন, চাইলে তাঁকে নিয়ে যেতে পারতাম। কিন্তু তিনি আসেননি আপনাদের ছেড়ে। ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও দলের কর্মীদের ছেড়ে যাননি।’ এতে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।



গণসমাবেশে কাইয়ুম চৌধুরী উপস্থিত ২০ সহস্রাধিক নেতাকর্মীর কাছে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার করান।


তিনি বলেন, ‘যারা ভয় দেখিয়ে বা কৌশলে রাজনীতি করতে চায়, বিএনপি তাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।’


তিনি আরও বলেন, ‘সিলেটবাসী তার ভৌগোলিক গুরুত্বের মতোই মান-মর্যাদা অক্ষুণ্ণ রেখে বীরোচিত অতীত থেকে সোনালী ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। অঞ্চলভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সিলেট ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।’


প্রবাসী, ব্যবসায়ী, আলেম সমাজ ও নারী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি তাদের পাশে রয়েছে এবং থাকবে। প্রবাসীদের ন্যায্য দাবি, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা ও আলেম সমাজের মর্যাদা রক্ষায় দল বদ্ধপরিকর।’


নারীর অধিকার রক্ষা ও দেশ গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেও বিএনপি সচেষ্ট বলে জানান তিনি।


নিজের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমি আন্দোলনের মাঠের কর্মী হিসেবে বিশ্বাস করি- যদি দল আমাকে সিলেট–৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’



তিনি আরও বলেন, ‘সকল শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে একটি ন্যায্য ও জনগণনির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।’


চন্ডিপুল পয়েন্ট থেকে শুরু হয়ে বঙ্গবীর রোড হয়ে ক্বীনব্রিজ মোড় পর্যন্ত বিস্তৃত ছিল এই বিশাল মিছিল। বিকেল ৫টায় সিলেট রেলস্টেশন এলাকায় সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


গণসমাবেশ ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী।


সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি বদরুল ইসলাম জয়দু এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, নুরুল আমিন দুলু, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী, 


এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মোস্তাক আহমদ, আলী আকবর, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, তোফায়েল আহমেদ, আব্দুস সালাম টিপু, ডা. নাজিম উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, সাদিকুর রহমান টিপু, তোফায়েল আহমেদ সুহেল, আব্দুল মুমিন ছইল, ডা. এনামুল হক, আবুল হাসনাত, জামাল মেম্বার, রিহাদ আহমদ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও স্থানীয় নেতাকর্মী।


No comments:

Post a Comment

Pages