প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যের নিবন্ধিত জনপ্রিয় অনলাইন চ্যানেল রানার টিভির রিপোর্টার নুরুল হক শিপুকে একটি জিডিতে অভিযুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
গত বুধবার (২২ অক্টোবর) প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ এক বিবৃতিতে বলেন- নুরুল হক শিপু দীর্ঘ দেড়যুগ থেকে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশা চালিয়ে যাচ্ছেন।
ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে ব্রিটেনের জনপ্রিয় অনলাইন রানার টিভিতে একজন বিচক্ষণ সাংবাদিক হিসেবে কাজ করছেন। একজন নির্ভীক ও সাহসী সাংবাদিক হিসেবে অতীত থেকে বর্তমান নুরুল হক শিপুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে এবং চলছে।
সম্প্রতি এক ব্রিটিশ বাংলাদেশির ভূমি আত্মসাতের ঘটনায় সাংবাদিক শিপু রানার টিভিতে একটি সংবাদ প্রচার করেন। প্রতিবেদনে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের নাম আসায় তিনি প্রতিবেদক সাংবাদিক শিপুসহ তিন জনের বিরুদ্ধে জিডি করেন।
সাংবাদিক শিপুর বিরুদ্ধে জিডি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিপুকে হয়রানী করার উদ্দেশ্যে বিবাদী করা হয়েছে। একটা গণতান্ত্রিক দেশের জন্য এটি খুবিই লজ্জাজনক ঘটনা। রাষ্ট্রের অতন্দ্রপ্রহরী মুুক্তগণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
বিবৃতিতে সাংবাদিক নুরুল হক শিপুর নাম জিডি থেকে অব্যাহতির দাবী জানানো হয়েছে।

No comments:
Post a Comment