জামাতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 October 2025

জামাতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


সময় ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 


বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সভায় তারা বিএনপিতে যোগদান করেন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, পুলিশ সংস্কার কমিশনের সদস্যসচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি।


তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা হাতে তুলে দেন।


এ বিষয়ে বাঙালা ইউনিয়ন জামায়াতের আমীর আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরো ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে তিনি অবগত নন।


খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন- ‘বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি (কাটার মহল, চক-বাঙালা ও গাড়াবাড়ি এলাকায়) আয়োজিত কর্মী সভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন কর্মী আমার হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন।’


No comments:

Post a Comment

Pages