প্রেস বিজ্ঞপ্তি : "সাদাছড়ির আধুনিকায়ন,দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন``" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রালি নগরীর সিটি করপোরেশন পয়েন্ট প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের যৌথ উদ্যোগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডাঃ মো. নাসির উদ্দীন,
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম, এসএমপির কোতোয়ালি থানার সহকারী কমিশনার মুহিদুর রহমান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী ও গ্রামীণ জনকল্যাণ সংসদ এর নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু, জিডিএফ এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান,
সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের প্রভাষক দৃষ্টি প্রতিবন্ধী মাহবুবুর রহমান রনি।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সমাজসেবা অফিসার খলিলুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) জনি রঞ্জন দে।
অনুষ্ঠানের শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট সাদাছড়ি, ছাতা এবং শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।


No comments:
Post a Comment