সিলেটে দেড় দশক পর ক্রিকেট কোচ প্রশিক্ষণ শুরু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 29 October 2025

সিলেটে দেড় দশক পর ক্রিকেট কোচ প্রশিক্ষণ শুরু


জাবেদ এমরান :
দীর্ঘ দেড় দশক পর আবারো সিলেট বিভাগে তিনদিনব্যাপী লেভেল-১ ক্রিকেট কোচ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।


বুধবার (২৯) অক্টোবর সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ প্রশিক্ষণ শুরু হয়।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর গেইম ডেভলপমেন্ট বিভাগের উদ্যোগে ও সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার সহযোগীতায় সিলেট বিভাগে দক্ষ কোচ তৈরি করতে তিনদিনব্যাপী প্রশিক্ষণ চলবে।


লেভেল-১ ক্রিকেট কোচ কোচিং কোর্স আজ বুধবার (২৯ অক্টোবর) হতে আগামী শুক্রবার (৩১ অক্টোবর) প্রশিক্ষণ চলবে।


অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী দ্বারা কোচিং কোর্সটি পরিচালিত হচ্ছে। সিলেট বিভাগের ৩২ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। 



প্রথম দুই দিন প্রশিক্ষণ দিবেন- বিসিবির সিনিয়র কোচ মো. সুহেল ইসলাম, তালহা জুবায়ের ও মিজানুর রহমান বাবুল।


তৃতীয় ও শেষদিনে প্রশিক্ষণ দিবেন- বিসিবির কোচ এডুকেটর ইমদাদুল হক, ফিল্ডিং কোচ আশিক মজুমদার ও সিনিয়র ট্রেইনার মুর্শেদ সিজার।


বিসিবি অনুমোদিত কোচ কোর্স সম্পন্নকারীরা লেভেল-১ কোচ হিসেবে স্বীকৃতি পাবেন। তারা পরবর্তীতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, একাডেমি, উপজেলা এবং অন্যান্য ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে কোচ হিসেবে দায়িত্ব পালনেরও সুযোগ পাবেন।


এমন মহতী উদ্যোগ সিলেট বিভাগের ক্রিকেটারদের, বিশেষ করে বিভিন্ন বয়সভিত্তিক খেলোয়াড়দের জন্য অত্যন্ত সময় উপযোগী এ আয়োজন। যা সিলেটে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


সিলেটে ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও মাইলফলক উদ্যোগ। প্রায় দেড় দশক পর এ ধরণের কোচিং কোর্স আয়োজন করার সিলেটের ক্রীড়াঙ্গনে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বিসিবি ও সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার যৌথ সহায়তায় দক্ষ কোচ তৈরির এই আয়োজন সিলেটে ক্রিকেটের মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা বিভিন্ন ক্লাব ও খেলাধুলোয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সমুহের।



সাবেক ক্রিকেটার, কোচ ও ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান অনি বলেন, অনেক বছর পর সিলেট বিভাগে স্থানীয় ক্রিকেট কোচদের জন্য ‘লেভেল-১’ কোর্স করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ ব্যাপারটি নিয়ে অবহেলা করা হয়েছে। 


তিনি আরো বলেন, শেষবার সম্ভবত ২০০৭-৮ সালে প্রাক্তন ক্রিকেটার জাহেদ আহমদ চৌধুরী ভাই ও আমি উদ্যোগ নিয়ে একটি লেভেল-১ কোচিং কোর্স করাতে পেরেছিলাম। তারপর কোচিং কোর্স হয়নি।


গত ১৫ বছরে দু-চারজন সৌভাগ্যবান ছাড়া আর কেউ বিসিবির কোচিং প্রশিক্ষণ এর সুযোগ পাননি মন্তব্য করে তিনি বলেন, ‘সিলেটের নানা একাডেমি বা জেলা পর্যায়ে নানা দল বা ক্লাবে অনেক সাবেক খেলোয়াড় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা সঠিক কোচিং প্রশিক্ষণ পাচ্ছিলেন না। এই কোর্সের মাধ্যমে শুধু তারা উপকৃত হবেন তা শুধু নয়, আসল উপকার হবে আমাদের তৃনমুল এর খেলোয়াড়দের। খেলাটির উন্নতি তো এই তৃনমুল থেকেই করতে হবে।’


বিসিবির নবনির্বাচিত পরিচালক রাহাত শামসকে তিনি ধন্যবাদ জানান। কারণ নতুন পরিচালকের জন্য এই উদ্যোগটি বাস্তবায়ন হচ্ছে। এ ধরণের কোর্স ঢাকায় সীমাবদ্ধ না রেখে সিলেটসহ অন্যান্য বিভাগে ছড়িয়ে দিলে আরো যেমন দক্ষ কোচ সৃষ্টি হবে তেমনি ভাল খেলোয়াড় তৈরি হবে বলে তিনি মনে করেন।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য রাহাত শামস প্রশিক্ষণ স্থল পরিদর্শন করে বলেন, এটি শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং সিলেটের ক্রিকেট উন্নয়নের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। ক্রিকেটাররা হলো খেলার প্রাণ, আর কোচরা হলো ক্রিকেটের আত্মা।


ভালো কোচ ছাড়া প্রতিভা বিকশিত হয় না, সঠিক দিকনির্দেশনা ছাড়া আগ্রহও হারিয়ে যায় উল্লেখ করে তিনি আরো বলেন, এই কোর্সটির গুরুত্ব অপরিসীম- এখান থেকেই তৈরি হবে আমাদের ভবিষ্যতের ক্রিকেট পরামর্শক ও দিকনির্দেশকরা। তিনি কোচ কোচিং কোর্সের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


No comments:

Post a Comment

Pages