সময় ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে ১,৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ছাত্রদল নেতা হাসিব। বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা ছিল তার। সেই স্বপ্ন পূরণেই শাহরিয়ার এই উদ্যোগ নেন।
শাহরিয়ার হোসেন বলেন, “আমার ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে তা দেখতে পারেনি। তাই আমি তার পক্ষ থেকে এক হাজার নয়, ১,৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়িয়েছি। হাসিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতি তার ভালোবাসা আজও জীবন্ত।”
জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফীন বলেন, “হাসিবের মতো মেধাবী ও সাহসী নেতাকে হারানো অপূরণীয় ক্ষতি। শাহরিয়ারের এই উদ্যোগ হাসিবের প্রতি শ্রদ্ধা ও ছাত্রদল পরিবারের ভালোবাসার প্রকাশ।”
শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “হাসিব ছিল ছাত্রদল পরিবারের একজন নিবেদিত প্রাণ কর্মী। তার মহৎ ইচ্ছা পূরণের মাধ্যমে আমরা তার স্মৃতিকে সম্মান জানিয়েছি।”
উল্লেখ্য, হাসিবুর রহমান ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।

No comments:
Post a Comment