আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি ভারতে গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 24 August 2025

আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি ভারতে গ্রেপ্তার


সময় ডেস্ক : অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হয়েছেন বাংলাদেশের পুলিশ কর্মকর্তা মো. আরিফুজ্জামান। তিনি রংপুরের আলোচিত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আটক হওয়ার পর তাকে বিএসএফ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করেছে।


আটক আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত ছিলেন। তবে গত বছরের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং সেই থেকে তিনি পলাতক ছিলেন।


পুলিশ সূত্র জানায়, এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্টের পর তাকে ময়মনসিংহে বদলি করা হয়। মুক্তাগাছায় তিনি ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরদিন থেকে আর অফিসে না আসায় তাকে বরখাস্ত করা হয়।


সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যায় আরিফুজ্জামান কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। পরে নিয়মমাফিক তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


এদিকে আবু সাঈদ হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর ভারতে প্রবেশের সময় ধরা পড়ায় আলোচিত এ মামলাটি নতুন করে গুরুত্ব পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য হয়েও হত্যা মামলায় আসামি হয়ে বিদেশে পালানোর চেষ্টা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


No comments:

Post a Comment

Pages