গত বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাহাত সাধারণ ডায়েরি দায়ের করেন।
তেতলী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা রাহাত জিডিতে উল্লেখ করেন- ফেসবুক আইডি LAYEK CHOWDHURY এবং JOROR IQBAL KHAN হইতে রাহাতের নামে অপপ্রচার, হুমকি প্রদান বা অশ্লীল গালাগাল করা হয়েছে। এমনকি তার ছবি পোস্ট করে অশ্লীল ভাষার কথাবার্তা বলা হচ্ছে।
অজ্ঞাতনামা পরিচয়হীন মোবাইল/ল্যাপটপ/কম্পিউটারে ফেইক ফেইসবুক একাউন্ট খুলে রাহাতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করছে। রাহাতকে শীর্ষ সন্ত্রাসি ও ইয়াবা ব্যবসায়ি বলে মিথ্যা অপবাদ দিয়ে কেন পুলিশ রাহাতকে আটক করছে না, দুষ্কৃতকারীরা এমনটি প্রচার করছে।
আলাপকালে রাহাত বলেন,বিগত ১০/০৫/২০২৫ইং তারিখের পর হতে অজ্ঞাতনামা কে বা কারা আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা বানোয়াট কথাবার্তা ফেইসবুকে পোস্ট করছে। মিথ্যা অপপ্রচার সংক্রান্ত পোস্ট করায় আমার সম্মানহানি হচ্ছে। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করেও উক্ত অপপ্রচারকারীর পরিচয় সনাক্ত করতে ব্যর্থ হয়েছি। আমি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অপপ্রচারকারীর তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলা করার জন্য আবেদন করবেন বলে জানান।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment