জু্লাই আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন : কয়েস লোদী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 24 August 2025

জু্লাই আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন : কয়েস লোদী


সময় ডেস্ক : সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য এবং তাদের সক্রিয় অংশগ্রহণের কারণে আন্দোলন আরো শক্তিশালী হয়েছিল। প্রবাসীরা শুধু আন্দোলনের প্রতি সংহতিই জানাননি, তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে সরকারের উপর চাপ সৃষ্টি করেন। 


এর পাশাপাশি, বিভিন্ন দেশে তারা বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানান, যা আন্দোলনকে আরো জোরদার করতে সহায়ক হয়েছিল। প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণের ফলে দেশে ও বিদেশে আন্দোলন সংগঠিত ও শক্তিশালী হয়ে ওঠে, যা আন্দোলনের সফলতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। 


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকার প্রবাসীদের এই অবদানকে স্বীকৃতি দিয়ে ২৪ জুলাইকে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ হিসেবে পালনের নির্দেশ দিয়েছে। সে জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 



রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের এডহক কমিটির সদস্য ও তালুকদার মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জাহেদ আহমদ তালুকদারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 


এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদের সভাপতিতে ও সিলেটের সময়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচানায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি কবি সালেহ আহমদ খসরু। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি ও মহানগর বিএনপির সহ-অর্থ বিষয়ব সম্পাদক আলমগীর হোসেন। 


সংবর্ধীত অতিথির বক্তব্যে রাখেন জাহেদ আহমদ তালুকদার। উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সদস্য তৌফিকুর রহমান হাবিব, শাহীন আলম, আশিকুর রহমান রানা, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, সোলেমান সুহেল, আব্দুল মাজিদ চৌধুরী ও সাইদুর রহমান প্রমুখ।


No comments:

Post a Comment

Pages