লালাবাজারে ‘পাপড়ি’ রেস্টুরেন্ট ভাংচুর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 19 August 2025

লালাবাজারে ‘পাপড়ি’ রেস্টুরেন্ট ভাংচুর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার


সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।



গ্রেপ্তারকৃত ওই বিএনপি নেতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে আমিনুর রহমান চৌধুরী সিফতা (৪০)। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট শহরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গত ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রী চাউনী ভেঙে ড্রেন করার জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০জন আহত হন। 



এঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদ লিটনের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলার প্রধান আসামি হচ্ছেন বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, তাকে উপশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই মামলায় এর পূর্বে আরও দু’জনকে গ্রেপ্তার করেছেন বলেও জানান তিনি।


No comments:

Post a Comment

Pages