সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুলে সিসিকের দাপ্তরিক দায়িত্ব পালনকালে কর্মচারীকে মারধর করার ঘটনায় করা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দক্ষিণ সুরমা থানায় মামলা মামলাটি দায়ের করেন সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখা অফিসার রুবেল আহমদ। (মামলা নং-৮) দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে।
জানা যায়, সোমবার (১৮ আগস্ট) বেলা সোয়া ১টায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) লাইসেন্স শাখায় কর্মরত মো. ইসমাইল হোসেন রায়হান নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান।
এ সময় এম এ সালাম ৫জন দোকান কর্মচারীকে নিয়ে মো. ইসমাইল হোসেনের ওপর হামলা করেন। হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত ইসমাইল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন।
No comments:
Post a Comment