খালেদা জিয়া ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বৈঠক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 24 August 2025

খালেদা জিয়া ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বৈঠক


সময় ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 


রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তিনি ফিরোজায় প্রবেশ করেন।


এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্যই ইসহাক দার এই সাক্ষাৎ করেছেন।


গতকাল শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।


প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করছেন। বিশেষ করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ কূটনৈতিক অঙ্গনে নতুন তাৎপর্য তৈরি করেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে এই সফরকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে।


বিএনপি নেতারা মনে করছেন, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার হলে তা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, দীর্ঘদিন পর পাকিস্তানের শীর্ষ কূটনীতিকের এ সফর দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে পারে।


No comments:

Post a Comment

Pages