১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে : মিঠুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 13 August 2025

১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে : মিঠুন


সময় ডেস্ক : সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গত সোমবার (১১ই আগস্ট) সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তার মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।


ভুট্টোর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড তারকা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 


তিনি মঙ্গলবার (১২ই আগস্ট) বলেছেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে কিছু বলার নেই আমার। কিন্তু যদি এমন কথা বলেন, ধৈর্য হারাব আমরা। একের পর এক ব্রহ্মস মিসাইল চলবে, আর যদি না হয়, তাহলে বাঁধ বানিয়ে ১৪০ কোটি মানুষ সেখানে প্রস্রাব করবে, পরে বাঁধ খুলে দিলে সুনামি চলে আসবে।’


এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক হুমকি দিয়ে বলেছেন, ‘আমরা ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব।’ 


সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস


No comments:

Post a Comment

Pages