সময় ডেস্ক : প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ।
শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি এসব তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
আইপিসি জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে। এ ধাপে চরম ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই চরম রূপ খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে গাজাজুড়ে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে।
এতে আরও বলা হয়, গাজার প্রায় ১০ লাখ ৭০ হাজার মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ, বর্তমানে চতুর্থ ধাপে বা ‘জরুরি’ খাদ্যসংকটে রয়েছে। পাশাপাশি ৩ লাখ ৯৬ হাজার মানুষ রয়েছে তৃতীয় ধাপে, অর্থাৎ ‘সংকট’ পর্যায়ে। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রায় দেড় লাখ শিশু চরম অপুষ্টিতে ভুগছে।
অন্যদিকে, জাতিসংঘের এই বিশ্লেষণকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই তথ্য ‘হামাসের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে’ প্রস্তুত করা হয়েছে এবং বাস্তবতাকে প্রতিফলিত করে না।
No comments:
Post a Comment