সাদা পাথর লুটপাটের দায়ে ১৫০০ জনের নামে মামলা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 15 August 2025

সাদা পাথর লুটপাটের দায়ে ১৫০০ জনের নামে মামলা


সময় ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়। 


শুক্রবার (১৫ আগস্ট) রাতে অজ্ঞাতনামা এসব আসামির বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় মামলা করা হয়।


মামলার বিষয়টি শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


থানা সূত্রে জানা যায়, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব এ মামলা করেন। খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪ (২) (ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩ (১) লঙ্ঘিত এ মামলাটি করা হয়।


মামলার বিবরণে বলা হয়, অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি হতে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছে, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।


ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার থেকে ১৫০০ জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়। আসামিদের ধরতে থানা পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages