শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের পানির নিচ থেকে শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসেন নিহত শিশু মাসুম মিয়া।
দুপুরে লালনতরী নামের একটি হাউজবোট থেকে পরিবারের অঘুচরে হঠাৎ হাওরের পানিতে পড়ে শিশু মাসুম নিখোঁজ হয়।
পরিবারের লোকজন ও অন্যান্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরির দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। বিকাল ৫ টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি দেলোয়ার হোসেন।
No comments:
Post a Comment