ধ-র্ষ-ণে-র দায়ে প্রথম কোনো নারীর যা-ব-জ্জী-ব-ন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 1 November 2025

ধ-র্ষ-ণে-র দায়ে প্রথম কোনো নারীর যা-ব-জ্জী-ব-ন


সময় ডেস্ক :
প্যারিসে ১২ বছর বয়সী লোলা ডাভিয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে এক নারীকে ফ্রান্সের আদালত আজীবন কারাদণ্ড দিয়েছে—যা দেশটিতে অত্যন্ত বিরল একটি শাস্তি। দেশটির রাজধানী প্যারিসে ১২ বছর বয়সী স্কুলছাত্রী লোলা ড্যাভিয়েটকে ধর্ষণ, নির্যাতন ও হত্যা করার অভিযোগে আলজেরীয় নাগরিক দাহবিয়া বেঙ্কিরেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ফ্রান্সে কোনও নারীর বিরুদ্ধে প্রথমবার সর্বোচ্চ সাজা হিসেবে দেওয়ার ঘটনা। 


২৭ বছর বয়সী দাহবিয়া বেঙ্কিরেদকে অন্তত ৩০ বছর কারাভোগ করতে হবে বলে তিন বিচারক ও ছয়জন জুরির প্যানেল রায় দিয়েছে। ফ্রান্সে এমন “পুরো জীবনের” সাজা খুবই কম দেওয়া হয়—এবং বেঙ্কিরেদ প্রথম নারী যিনি এই দণ্ড পেলেন। এর আগে যাদের এ ধরনের সাজা হয়েছে, তাদের মধ্যে আছেন সিরিয়াল কিলার মিশেল ফুরনিরে এবং ২০১৫ সালের প্যারিস হামলায় জড়িত জিহাদিস্ট সালাহ আবদেসলাম।


আদালতে রায়ে বিচারক বলেন, “অপরাধটি ছিল চরম নিষ্ঠুর ও মানবিকতার পরিপন্থী। ভুক্তভোগী ও তার পরিবার এমন ভয়াবহ ও অবর্ণনীয় পরিস্থিতিতে মানসিক আঘাত পেয়েছেন, বিচার আদালত তা বিবেচনায় নিয়েছে।” 


প্রসঙ্গত, ঘটনার সময় লোলা তার বাড়িতে একমাত্র সন্তান ছিলেন। ২০২২ সালের ১৪ অক্টোবর বিকেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তখন ২৪ বছর বয়সী বেঙ্কিরেদ স্কুল থেকে বাড়ি ফেরার সময় লোলার কাছে যান।

তিনি লোলাকে ভবনের এক অ্যাপার্টমেন্টে নিয়ে যান, যেটি তার বড় বোন সাবলেট করেছিলেন।


সেখানে দেড় ঘণ্টার মধ্যে বেঙ্কিরেদ ১২ বছর বয়সী লোলাকে যৌন নির্যাতন করেন এবং পরে কাঁচি ও বাক্স কাটার ব্লেড দিয়ে আক্রমণ চালান। তিনি লোলার হাত-পা ও মুখে ডাক্ত টেপ পেঁচিয়ে দেন, যা শ্বাসরোধের মাধ্যমে তার মৃত্যু ঘটায়।


বেঙ্কিরেদের ছাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন এবং তার বিরুদ্ধে দেশে যাওয়ার নির্দেশ ছিল। এই কারণে ঘটনাটি অভিবাসন-প্রশ্নকেও বড় করে তুলেছে ফ্রান্সে। 


No comments:

Post a Comment

Pages