জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : সিলেটে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 19 October 2025

জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : সিলেটে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল


জাবেদ এমরান :
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন- জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজান মাসের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।


শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট মহানগর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।



নির্বাচন কমিশনের (ইসি) আইনগত ক্ষমতা ও বিধিমালার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো তালিকাভুক্ত আছে, সেখান থেকেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে হয়। আইন অনুযায়ী আমাদের তালিকায় যেই প্রতীক নেই, সেটি কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।



সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অতীতে যা দেখেছেন বা শুনেছেন- এবার সেসব হওয়ার কোনো অবকাশ নেই। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। ভালো নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।



আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে তিনি বলেন, আমরা সেনা, নৌ, বিমান, পুলিশবাহিনী ও কোস্টগার্ডসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ব্যাপক সহযোগিতার আশ্বাস পাচ্ছি। তাই আমরা কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। 



নির্বাচন প্রচলিত প্রক্রিয়ায় নাকি পিআর পদ্ধতিতে হবে- এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। রাজনীতিবিদরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের কাজ হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা সরকারের ও জনগণের সহযোগিতায় সেটিই করব।



আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ- দলটির কার্যক্রম বর্তমানে আইনগতভাবে স্থগিত রয়েছে।


প্রশিক্ষণার্থী পুলিশ অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি আইন ভালো বুঝে, তবে আইন যথাযথ প্রয়োগ করতে পারেন। পাবলিক কিন্তু আপনাকে ভয় করবেনা, করবে আইনকে। আপনাকে একজন সমৃদ্ধ নাগরিক হিসেবে, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।


এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রশিক্ষক ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণার্থী প্রমুখ। 


No comments:

Post a Comment

Pages