সময় ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া সাদাপাথর পরিবহনের অভিযোগে দুই ট্রাকচালককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার নরুইল গ্রামের রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের আরিফুল (৩৫)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের জরিমানা করা হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাক দুটি আটক করা হয়।
পুলিশ জানায়, ট্রাক দুটি ভোলাগঞ্জ থেকে সাদাপাথর নিয়ে যাচ্ছিল। তল্লাশিকালে পাথর পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।
আদালত দুই চালককে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।
মোহাম্মদ আবুল হাছনাত বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই কাজে ধরা পড়লে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
তিনি আরও জানান, জব্দকৃত পাথর উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় পাথর লুটপাটের ঘটনা ঘটার পর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে। বর্তমানে এলাকায় নিয়মিত তল্লাশিচৌকি বসিয়ে পাথর ও বালুবাহী যানবাহন তল্লাশি চালাচ্ছে পুলিশ।

No comments:
Post a Comment