সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 20 October 2025

সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ


সময় ডেস্ক :
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে।


সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।


এদিন সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত। 


একই সঙ্গে সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগপত্র ও অভিযুক্ত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।


দীর্ঘ প্রায় তিন দশক ধরে সালমান শাহর মৃত্যু ‘আত্মহত্যা নাকি হত্যা’- এই প্রশ্নে দেশজুড়ে বিতর্ক ও আলোচনা চলছিল। 


আদালতের এ নির্দেশের মাধ্যমে এখন ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নতুন অধ্যায় শুরু হলো।


No comments:

Post a Comment

Pages