সময় ডেস্ক : সিলেট মহানগর এলাকার নাগরিকদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন কার্যক্রম আরো জোরদারের লক্ষ্যে নাগরিক তথ্য ব্যবস্থাপনা সিস্টেম চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৯ অক্টোবর) এসএমপি থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর এলাকার সকল বাড়িওয়ালা, ফ্ল্যাট মালিক, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, দোকান কর্মচারী এবং কলোনির অধিবাসীদের তথ্য পুলিশি ডাটাবেজে সংরক্ষণের জন্য নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।
এ জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরির পরিচয়পত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড, সনদ, ছবি ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ থানা কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিলেট মহানগরীর নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে এই তথ্য সংগ্রহ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’
গণবিজ্ঞপ্তিতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

No comments:
Post a Comment