পাখির মাংস বিক্রির অপরাধে হরিপুরে ২ হোটেল সিলগালা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 29 October 2025

পাখির মাংস বিক্রির অপরাধে হরিপুরে ২ হোটেল সিলগালা


সময় ডেস্ক :
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে তাড়ুহাঁটিতে আবারো পাখির মাংস বিক্রির অভিযোগ ওঠেছে। এ অভিযোগে দুইটি খাবারের হোটেলকে সিলগালা এবং একটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার রাত সাড়ে ১০টা জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটিতে এই অভিযান পরিচালিত হয়।


অভিযানে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ২৭ বীর ইউনিটের সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিমের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালিত হয়। এছাড়াও অভিযানে বন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ সময় অভিযানে শাহপরান হোটেল ও তানভীর হোটেল নামের দুটি খাবারের হোটেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখির মাংস বিক্রি করার প্রমাণ পাওয়া গেলে সিলগালা করে দেওয়া হয়। পরে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সোনারবাংলা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এ সময় সিলগালাকৃত হোটেল মালিকদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।


অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, এ ধরনের অপরাধ দমন ও বন্যপ্রাণী রক্ষায় অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


No comments:

Post a Comment

Pages