বিএনপি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ দুই সহোদরের বিরুদ্ধে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 29 October 2025

বিএনপি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ দুই সহোদরের বিরুদ্ধে


প্রেস বিজ্ঞপ্তি :
বিএনপি নামধারী দুই সহোদরের বিরুদ্ধে চাঁদাবাজি হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 


বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসেসিয়েশন সিলেট বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ অভিযোগ করা হয়। সৌদি ফেরত প্রবাসী অপু সরকারের মা শাহপরাণ থানাধীন শিমুল মঞ্জিলের বাসিন্দা পপি আকতার এ অভিযোগ করেন।


সংবাদ সম্মলনে দেওয়া বক্তব্যে পপি আকতার জানান- কিছুদিন পূর্বে তার ছেলে অপু সরকার সৌদি আরব থেকে দেশে ফিরেন। তখন থেকেই নগরের শাহজালাল উপশহরের সাদাটিকরের মকবুল হোসেনের দুই পুত্র আতিকুর রহমান রাজু ও আরিফুল ইসলাম নিজেদেরকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে রাজু ও আরিফ তাদের অনিষ্ট সাধনের চেষ্টা চালায়। 


এরই অংশ হিসেবে গত ২৩ অক্টোবর বিকেলে তার ছেলে অপুকে শাহজালাল উপশহরের এইচ ব্লকের খেলার মাঠে পেয়ে রাজু ও আরিফ বেদম মারপিট করে গুরুতর জখম করে। এ সময় তাকে রক্ষায় স্থানীয় দোকানদার এগিয়ে আসলে রাজু ও আারিফ তার দোকানও ভাংচুর করে।


খবর পেয়ে প্রবাসীর মা পপি আকতার ঘটনাস্থলে গেলে রাজু ও আরিফ হকিস্টিক দিয়ে মারপিট করে পপি আকতারকেও গুরুতর জখম করে। এ সময় তারা পপিকে টানাহেঁচড়া করে তার শ্লীলতাহানিরও ঘটনা ঘটায় এবং তার স্বর্নালংকার ছিনিয়ে নেয়।

 

স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পপি আকতার রাজু ও আরিফের বিরুদ্ধে দলীয় ও আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।


No comments:

Post a Comment

Pages