বিএনপি নেতাকে কর্মীর ১০ লাখ টাকার চেক উপহার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 25 October 2025

বিএনপি নেতাকে কর্মীর ১০ লাখ টাকার চেক উপহার


সময় ডেস্ক :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত এক সমাবেশে দলের এক মনোনয়নপ্রত্যাশী নেতাকে ১০ লাখ টাকার চেক উপহার দেন এক কর্মী।


শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাচনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) ধানের শীষের পক্ষে মনোনয়নপ্রত্যাশী।


প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। সমাবেশ চলাকালে কামরুজ্জামানের গলায় ফুল ও টাকার মালা পরিয়ে দেন কর্মীরা। 


একপর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী তাঁর হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন। কামরুজ্জামান চেকটি উপস্থিত নেতা-কর্মীদের সামনে প্রদর্শন করেন।


কামরুজ্জামান কামরুল বলেন, ‘ওই কর্মীর সঙ্গে আমার আগে কোনো পরিচয় ছিল না। তিনি চেকটি দিয়ে বলেছেন, কাল ব্যাংক থেকে টাকা তুলে নিতে। মানুষের ভালোবাসায় আমি অভিভূত।’


মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ মনোনয়ন পাব।’


জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক), সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এবং ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।


দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল ছাড়াও মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন প্রয়াত নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুল হক, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান প্রমুখ। 


No comments:

Post a Comment

Pages