পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 12 October 2025

পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি


সময় ডেস্ক :
চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে বিয়ের বাড়িতে হানা দিয়ে 'ডিবি পুলিশ' পরিচয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। 


রোববার (১২ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।


জানা গেছে, ঘটনার দিন রাতে ডিবি পুলিশ’ পরিচয়ে ১০–১৫ জনের একটি সশস্ত্র দল গভীর রাতে বিয়ে বাড়িতে হানা দিয়ে নগদ দুই লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে। 


ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় মাত্র ১০ ফুট দূরেই পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধাওয়া দেয়নি, বরং ঘটনাস্থল থেকে পিছিয়ে যায়।


ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা রাত দেড়টার দিকে বাড়িতে ফেরেন। কিছু সময় পরই ‘ডিবি পুলিশ’ পরিচয়ে সাদা ও আকাশি পোশাক পরা ৮ জন অস্ত্র হাতে তল্লাশির নামে ঘরে ঢোকে।


এ সময় অস্ত্রের মুখে নারী-পুরুষ সবাইকে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণ, দুই লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নেয় দুর্বৃত্তরা।


ভুক্তভোগী আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডাকাতরা যখন বাড়িতে ঢুকল, তখন পুলিশ আমাদের গেটের সামনেই ছিল। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। আমরা পরে নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।’


ঘটনার পরদিন দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।


পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’


স্থানীয়দের অভিযোগ, ডিবি পুলিশ পরিচয়ে এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনা কর্ণফুলীতে নতুন, কিন্তু পুলিশের উদাসীনতায় চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠছে।


No comments:

Post a Comment

Pages