সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইন থেকে মতিউর রহমান (২৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনের পাশে তার মরদেহ পাওয়া যায়।
নিহত মতিউর জৈন্তাপুরের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং স্থানীয় এক মাদরাসায় শিক্ষকতা করতেন।
রেলওয়ে পুলিশ জানায়, ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে মতিউরের কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি। ধারণা করা হচ্ছে, লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আব্দুল কুদ্দুস জানান, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, তবে মৃত্যুকে ঘিরে রহস্যও তৈরি হয়েছে।

No comments:
Post a Comment