লালাবাজারে সংঘর্ষ : বিএনপি নেতাসহ ৮০ জনের নামে মামলা, আটক-২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 August 2025

লালাবাজারে সংঘর্ষ : বিএনপি নেতাসহ ৮০ জনের নামে মামলা, আটক-২


নিজস্ব সংবাদদাতা : সিলেটের  দক্ষিণ সুরমার লালাবাজারে যাত্রী ছাউনি ও ড্রেন নির্মাণ নিয়ে দুই ব্যক্তির কথা-কাটাকাটির জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাসহ ৮০ জনের নামে মামলা হয়েছে। আটক হন দুইজন।


শনিবার (১৬ আগস্ট) রাতে দক্ষিণ সুরমা থানায় এ মামলা দায়ের করা হয। 


বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিপতাকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামী করা হয়।


মামলার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে আটক ২ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শিমুল মিয়া (২০) ও আব্দুর রহমান (২২)।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভায় ব্যবসায়ী জুবায়ের আহমদ লিটন ও বিএনপি নেতা আমিনুর চৌধুরী সিপতার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জুবায়ের আহমদ লিটনের ব্যবসা প্রতিষ্ঠান পাঁপড়ী রেষ্টুরেষ্টে ব্যাপক ভাংচুর করা হয়। এছাড়া সেখানে রাখা ৪টি মোটরসাইকেলও ভাঙচুরের শিকার হয়। 


আহত ব্যবসায়ী জুবায়ের আহমদ লিটন বিএনপি সমর্থিত ও প্রতিপক্ষ আমিনুর চৌধুরী সিপতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।


স্থানীয় সূত্র জানায়, লালাবাজারে  ড্রেন নির্মাণকাজ চলমান। এ নিয়ে বাজারের মসজিদের পাশে থাকা একটি যাত্রীছাউনি ভাঙা হবে কি না-তা নিয়ে বিরোধ তৈরি হয়। লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিপতা ছাউনি ভেঙে ড্রেন নির্মাণে সমর্থন করেন। বাজারের ব্যবসায়ী ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটন এবং তাঁর লোকজন ছাউনি রেখে কাজ করার পক্ষ নেন। 


এ নিয়ে দুপক্ষের মধ্যে শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ৮টায় সংঘর্ষ বাঁধে। দুইঘন্টা ব্যাপী চলা সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।


No comments:

Post a Comment

Pages