শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে স্মৃতি বিজরিত মাকড়াই নামক স্থান কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বক্তব্যে এসব কথা বলেছেন। কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক বীর ( প্রতীক)।
সমাবেশে সাবেক মন্ত্রী ও জননেতা আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুদ্ধ করে আমরা বিজয়ী হয়েছিলাম। পরবর্তীতে আমরা মানুষের মূখে হাসি ফোটাতে পারিনি। আবার এদেশে যুদ্ধ হবে সে যুদ্ধ গুলা বারুদের নয়। সে যুদ্ধ চেতনার। এ চেতনার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে।
উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঘাটাইলের মাকড়াই নামক স্থানে পাক বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ হয়। এ সময় ১১ নম্বর সেক্টরের (বেসামরিক) সর্বাধিনায়ক আব্দুল কাদের সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল। এ সময় হাতেম নামে এক মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে শহিদ হন। পরবর্তীতে ১৬ আগষ্ট ঘাটাইলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থানে ঐতিহাসিক মাকড়াই দিবস পালন করে আসছে কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা।
No comments:
Post a Comment