হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 25 August 2025

হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার


সময় ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতির পরামর্শক্রমে সোমবার (২৫ আগস্ট) এই নিয়োগ দেওয়া হয়। 


মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বিচারপতিদের শপথ পাঠ করাবেন। 


আইন মন্ত্রণালয় এই নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা শপথ গ্রহণের দিন থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্ট থেকে তাদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।


নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতি হলেন: সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিব হাসান, মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, 


হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর মো. রফিকুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি জেনারেল এ এফ এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এটি সুপ্রিম কোর্টে দ্বিতীয় বৃহত্তম বিচারপতি নিয়োগ। এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিলো।


No comments:

Post a Comment

Pages