সিলেটে এবার ধ্বংস করা হল পাথর ভাঙার ১০টি মেশিন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 24 August 2025

সিলেটে এবার ধ্বংস করা হল পাথর ভাঙার ১০টি মেশিন


সময় ডেস্ক :
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে উপজেলা প্রশাসনের চলমান অভিযানের পাশাপাশি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন বন্ধে মাঠে নেমেছে প্রশাসন।


রোববার সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানাইঘাটের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি রবিবার পৌরসভার খেয়াঘাট, সাতবাঁক ইউনিয়নের বাংলা বাজার, সাতপাড়ি এলাকায় গড়ে উঠা ১০টি পাথর ভাঙার লাইসেন্সবিহীন অবৈধ ক্রাশার মেশিন বন্ধ ও ধ্বংস করেন।


অভিযানকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিস ও তহশীল অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ও থানা পুলিশ। এ সময় তিনি পুণরায় কেউ অবৈধভাবে কানাইঘাটের কোন এলাকায় পাথর ভাঙ্গার মেশিন চালু করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


এদিকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারো বিএমডি গত ১৮ আগস্ট লোভাছড়া পাথর কোয়ারীর পাথর পরিবহনে নিষেধাজ্ঞা দেয়ার পর কোয়ারী এলাকায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের চলমান অভিযানের কারনে কোয়ারী এলাকায় সবধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। 


প্রশাসনের বেঁধে দেয়া সময়ের মধ্যে গতকাল রোববার কোয়ারীতে রাখা অনেকে পাথরবাহী নৌকা সরিয়ে নিয়েছেন। বেশ কয়েকটি পাথর বোঝাই বলগেট থেকে পাথর অপসারন করা হয়েছে। কোয়ারী এলাকায় প্রশাসনের নিয়মিত অভিযান চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানিয়েছেন।


No comments:

Post a Comment

Pages