সময় ডেস্ক : ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৭টা ১৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশান-২ এ অবস্থিত পাকিস্তান হাইকমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তারা নৈশভোজেও অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিনা রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারিক বাজওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ নিযামী ও মুহাম্মদ উমায়ের লতিফ, পরিচালক দিলদার আলি আবরো এবং ডেপুটি চিফ অব প্রোটোকল হাফিজ উল্লাহ।
বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং চলমান বৈশ্বিক ইস্যুগুলো বৈঠকের আলোচনায় আসতে পারে।
প্রসঙ্গত, প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফরকালীন সময় ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
No comments:
Post a Comment