বুধবার (১৩আগস্ট) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা জুবায়ের আহমদ সিলেটের জালালাবাদ থানাধীন সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে ও স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদরাসার সুপার।
সিলেট ম জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনকার মতো মাওলানা জুবায়ের বাড়ি থেকে বের হয়ে মাদরাসায় পথিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান তিনি।
সিলেট মেট্রোপলিটন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে জুবায়ের নামে এক শিক্ষক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
এদিকে গত এক সপ্তাহে এ নিয়ে ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার খাদিমনগর জাতীয় উদ্যানে ছুরিকাঘাতে খুন হন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবক। এর আগে গত শনিবার রাতে গোলাপগঞ্জ পৌর এলাকায় ছুরিকাঘাতে খুন হন রনি হোসেন (২৯) এবং বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর কিন ব্রিজের নিচে ছিনতাই সংক্রান্ত বিরুদ্ধে খুন হন ডালিম নামের আরেক যুবক।
No comments:
Post a Comment