সিলেটে ইউনিক ও এনা বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 5 July 2025

সিলেটে ইউনিক ও এনা বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১


সময় ডেস্ক :
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুই বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।


শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিট পরিবহনের বাসের চালকের সহকারী রাজু (২৫) নিহত হন। তাঁর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দায়।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া এসকল তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান এ ঘটনায় কমবেশি আহত হয়ে অন্তত ২০ জন বিভিন্ন হাসপাতালে গিয়েছেন।


তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাস দুটি সরিয়ে নেওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুটি বাসই অনিয়ন্ত্রিতভাবে বাস দুটি দ্রুতগতিতে চলছিল বলে প্রাথমিকভাবে জানা যায় বলে জানান।


No comments:

Post a Comment

Pages