একরাতে কবর খুঁড়ে ২১ কঙ্কাল চুরি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 4 July 2025

একরাতে কবর খুঁড়ে ২১ কঙ্কাল চুরি


সময় ডেস্ক :
একরাতে কবর খুঁড়ে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর কবরস্থানে।


শুক্রবার (৪ জুলাই) ভোরে বিষয়টি সামনে আসে, যখন কবর জিয়ারত করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনরা।


স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে একাধিক কবর খুঁড়া ও ভেতরে কঙ্কাল অনুপস্থিত দেখতে পান এলাকাবাসী। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। 


ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে কোনো সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এই কবরস্থান থেকে অন্তত ২১টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।


বিরাহিমপুর গ্রামের বাসিন্দা আবদুল মালেক বলেন, এটা শুধু চুরি নয়, এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমরা এর বিচার চাই। 


পূর্বেও ঘটেছে এমন ঘটনা, এটাই প্রথম নয়- এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও পাশের সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকেও বেশ কয়েকটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।


আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ কবরস্থান পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্ত শুরু হয়েছে।


তিনি আরও বলেন, চক্রটি পেশাদার বলে মনে হচ্ছে। আমরা তাদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছি।


No comments:

Post a Comment

Pages