দেশে গরু-ছাগলের চেয়ে ডক্টরেট ডিগ্রির সংখ্যা বেশি : বদিউর রহমান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 2 July 2025

দেশে গরু-ছাগলের চেয়ে ডক্টরেট ডিগ্রির সংখ্যা বেশি : বদিউর রহমান


সময় ডেস্ক :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বদিউর রহমান এনবিআরের শাটডাউন ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “দেশে এখন গরু-ছাগলের চেয়ে ডক্টরেট ডিগ্রির সংখ্যা বেশি।


বুধবার (২ জুলাই) এক আলোচনায় তিনি বলেন, এনবিআরের ‘সংস্কার পরিষদ’ নামে কর্মকর্তা-কর্মচারীরা যে টোটাল শাটডাউন করেছে তা একেবারেই অনভিপ্রেত এবং দায়িত্বজ্ঞানহীন। 


তিনি বলেন, আমি সাবেক চেয়ারম্যান হিসেবে লজ্জিত। এত বিসিএস ক্যাডার কর্মকর্তা, এত শিক্ষিত ডক্টর থাকা সত্ত্বেও সরকারের পক্ষে এই সংকট সমাধান করা গেল না- এটা দেশের জন্য অপমানজনক।


নিজের অভিজ্ঞতা তুলে ধরে বদিউর রহমান বলেন, ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সুপারভাইজর ড. এলান বিসমেন্টকে জিজ্ঞেস করেছিলাম- তোমরা তো স্ট্রাইকে আছ, আমার অ্যাসাইনমেন্ট দেখছ কেন? তখন তিনি বলেছিলেন- আমরা সরকারের সঙ্গে আন্দোলন করছি, ছাত্রদের পড়া বন্ধ করার জন্য নয়। কারণ- আন্দোলনের সঙ্গে শিক্ষার বিভাজন থাকা উচিত।


তিনি আরও বলেন, ওখানে ‘ডক্টর’ টাইটেল নিয়ে গর্ব হয় না। কারণ সেটা যথাযথ মর্যাদায় অর্জন করা হয়। আমাদের দেশে ডক্টরেট ডিগ্রি গরু-ছাগলের মতো বিতরণ হয়, যেন দেশে গরু-ছাগলের চেয়েও ডক্টরেটধারীর সংখ্যা বেশি।


এনবিআরের শাটডাউন প্রসঙ্গে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এই সংকট ব্যবসায়ীরা মিটমাট করল, সরকার নয়। তাহলে কি ব্যবসায়ীরাই সরকারের চেয়ে শক্তিশালী? সরকারের উচিত শক্ত অবস্থান নেওয়া, জনগণকে এই সংকট থেকে মুক্ত রাখা।


বদিউর রহমান সরকারের সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা ও দুর্বল নেতৃত্বের সমালোচনা করে বলেন, এভাবে চলতে থাকলে প্রশাসন পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে। সরকারের ভেতরে নীতিনির্ধারকরা দায়িত্বশীল না হলে এ ধরনের অচলাবস্থা দেশের অর্থনৈতিক শৃঙ্খলাকে ভয়াবহ ঝুঁকিতে ফেলবে। এজন্য সুদূরপ্রসারী পরিকল্পনা, বাস্তবভিত্তিক সমাধান এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।


No comments:

Post a Comment

Pages