ইয়েমেন-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 7 July 2025

ইয়েমেন-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি


সময় ডেস্ক :
ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।


সোমবার (০৭ জুলাই) স্থানীয় সময় ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। তবে সফলভাবে ভূপাতিত করা গেছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।


ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেমের দক্ষিণাঞ্চলীয় এটজিওন ব্লক ও হেবরনসহ বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।


এর আগে, ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। এসব স্থানে হামলার আগে বন্দর ও আশপাশের এলাকা খালি করার জন্য স্থানীয়দের সতর্ক করে আইডিএফ।


হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরা বলেছে, ইসরায়েল হুদাইদা শহরে একের পর এক হামলা চালিয়েছে। এদিকে, রবিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।


এই হামলাকে তিনি ‘সম্পূর্ণরূপে সফল’ বলে দাবি করে জানান, এতে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


প্রসঙ্গত, গাজায় চলমান সংঘাতের জেরে হুতি গোষ্ঠী এর আগেও একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।


No comments:

Post a Comment

Pages