সময় ডেস্ক : সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে বর্তমান সরকারের আমলে দুর্নীতি, রাজনীতির রূপান্তর এবং আসন্ন নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, “হাসিনার আমলে আমরা দেখেছি, তার পিওনের ৪০০ কোটি টাকা বানাতে লেগেছে ১৫ বছর। কিন্তু এখন তো লাগে ৩ মাস, মতান্তরে ৯ মাস।” এ বক্তব্যের মাধ্যমে রুমিন ফারহানা সরকারের সময়ে দুর্নীতির গতি ও ব্যাপকতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, “গত ১৫ বছর যাদেরকে ছাত্রলীগের সাথে ছোটখাটো পদের জন্য ঘুরতে দেখেছি, লুকিয়ে লুকিয়ে রাজনীতি করতে দেখেছি, কোনোভাবে হাসিনার সাথে দেখা হয়ে নিজেকে ধন্য বলে বড় বড় স্টেটাস দিতো ফেসবুকে—তারাই এখন বিরাট বিপ্লবী হয়ে উঠেছে। ১৫ বছরেও তো তারা টু শব্দ করেনি।”
রুমিনের অভিযোগ, যাঁরা দীর্ঘদিন সুবিধা নিয়েছেন, তারাই এখন ‘বিপ্লবী’ সাজার চেষ্টা করছেন। তিনি বলেন, প্রকৃত লড়াই করেছেন বরং পুরনো ছোট-বড় রাজনৈতিক দলগুলোর তৃণমূল কর্মীরা, যাঁরা অনেক ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন।
আসন্ন নির্বাচন নিয়ে রুমিন ফারহানা বলেন, “কোন দল কি করেছে তার সকল আমলনামাই মানুষের সামনে রয়েছে। মানুষই এখানে পরীক্ষক—তাদের যাচাই করতে দিন। ভোটকে কেনো পিছাতে চান? আমরা আশঙ্কা করছি, বিভিন্ন দল যেকোনো মূল্যে নির্বাচন পেছাতে চাচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, জনগণের বিচারের মাধ্যমেই প্রকৃত রাজনীতির মূল্যায়ন হোক। “নির্বাচন হোক সময়মতো—এটাই এখন গণতন্ত্রের জন্য সবচেয়ে জরুরি বিষয়,” মন্তব্য করেন রুমিন ফারহানা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার এমন বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী জোটের মধ্যকার নির্বাচনী উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে বাকযুদ্ধ তীব্র হচ্ছে।
No comments:
Post a Comment