বাংলাদেশে মদ্যপানে ৬ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 13 October 2025

বাংলাদেশে মদ্যপানে ৬ জনের মৃত্যু


সময় ডেস্ক :
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিকভাবে ৬ মৃত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে। অন্যান্য ব্যক্তিদের পরিচয় ও আরো কেউ মারা গেছে কিনা, তার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

যাদের নাম পাওয়া গেছে, তারা হলো: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে লাল্টু (৪৫), শঙ্করচন্দ্র মাঝের পাড়া নবীসদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০), শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার পিতা অজ্ঞাত ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের পিতা অজ্ঞাত সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। মারা যাওয়া ব্যক্তিরা সবাই পেশায় দিনমজুর ও লেবারের কাজ করতেন।

শনিবার (১১ অক্টোবর) থেকে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর তারা ১০/১২ জন ডিঙ্গেহ এলাকার গোপন স্থানে বিষাক্ত চুলায় মদ পান করে। এতে করে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

এদিকে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ৪ জন ব্যক্তি মদ্যপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয় এবং অজ্ঞাত ১ জনের অবস্থা আশঙ্কাজনক। সে সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তিনি আরো জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠে কাজ করছে, তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে এবং দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Pages