জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে : প্রেস সচিব - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 10 October 2025

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে : প্রেস সচিব


সময় ডেস্ক :
অর্ন্তবর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 


তিনি বলেন, “সরকার এ লক্ষ্য অর্জনে কাজ করছে এবং পূর্বের সব সংশয় কেটে গেছে। জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত।”


শফিকুল আলম শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। 


অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নবাব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সার্টিফিকেট নিয়ে ব্যাপক আলোচনা করেছে এবং এখন একমতে পৌঁছেছে। “খুব শিগগিরই সব রাজনৈতিক দল বৈঠকে বসবে নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে,” বলেন আলম।


প্রেস সচিব আরো জানান, জুলাই সার্টিফিকেট স্বাক্ষর সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসছে ১৫ অক্টোবর। স্বাক্ষরের পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি শুরু করবে। 


ইতোমধ্যে বেশ কয়েকটি দল তাদের মনোনয়ন ঘোষণা করেছে। আলম আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ গঠনমূলক ও স্বাস্থ্যকর রাজনীতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে।


আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা প্রসঙ্গে আলম বলেন, “আগের নির্বাচনগুলো প্রকৃত অর্থে সুষ্ঠু ছিল না, কিন্তু এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে এটিই হবে সবচেয়ে ভালো নির্বাচন।”


No comments:

Post a Comment

Pages