সিলেটে ১১টি মামলার আসামী কিশোর গ্যাং লিডার বুলেট মামুনসহ গ্রেফতার-৩ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 10 October 2025

সিলেটে ১১টি মামলার আসামী কিশোর গ্যাং লিডার বুলেট মামুনসহ গ্রেফতার-৩


সময় ডেস্ক :
সিলেট মহানগরীর বালুচরে শাহপরাণ ও কোতোয়ালী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মামুন আহমেদ ওরফে বুলেট মামুন (২০)কে গ্রেফতার করেছে। এসময় তার আরও দুই সহযোগীকে আটক করা হয়েছে।


শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বালুচর সোনারবাংলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


পুলিশ জানিয়েছে, বুলেট মামুন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কামদাগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। বর্তমানে সে বালুচর সোনারবাংলা এলাকায় ভাড়া থাকতো।


গ্রেফতার হওয়া দুই সহযোগীর নাম—সৈয়দ আবির হোসেন (১৮), আজমল আলীর ছেলে এবং রায়হান আহমেদ (১৮), খালেদ আহমেদের ছেলে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মতো ১১টি মামলা রয়েছে।


No comments:

Post a Comment

Pages