এনসিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 12 October 2025

এনসিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর


জাবেদ এমরান :
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে  টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। গতবারের মতো এবারও শিরোপা ঘরে তুলেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। ফাইনালে খুলনা বিভাগকে হারিয়ে সহজে চ্যাম্পিয়নের মুকুট পড়ে দলটি।


শনিবার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে রংপুরকে ফিল্ডিংয়ে পাঠায় খুলনা। 


ব্যাট হাতে খুলনার শুরুটা ছিল অগোছালো। ইনিংসে শেষ পর্যন্ত ছন্দে ফিরতে পারেননি কেউই। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে মাত্র ৮ উইকেটে ১৩৬ রান।


সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের ওপেনাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত আক্রমণে খেলতে থাকেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫৪ রান করে দলের ফাইনালে ওঠার নায়ক হওয়া নাসির হোসেন আজও ছিলেন অনবদ্য। ৩১ বলে করেন ৪৬ রান, মারেন ৫টি চার ও ১টি ছক্কা।



নাসিরের সঙ্গে ওপেনিং জুটিতে থাকা জাহিদ জাভেদও খেলেন দায়িত্বশীল ইনিংস। তিনি ২৭ রান যোগ করেন। দুজনে মিলে ৪২ বলে ৫১ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন।


নাসির আউট হলেও জয় নিয়ে চিন্তা করতে হয়নি রংপুরকে। নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলী মিলে নিশ্চিত করেন জয়ের দ্বারা। শেষ পর্যন্ত ১৮ বল আর ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর বিভাগ। নাঈম ৩২ বলে করেন ৪০ রান। আর আকবর ১৫ বলে ১৯ রানে ছিলেন অপরাজিত।


রংপুরকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক আকবর আলী। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মাহমুদুল হাসান। সেরা বোলারের পুরষ্কার জিতেন হাসান মুরাদ।


সংক্ষিপ্ত স্কোর

খুলনা : ২০ ওভারে ১৩৬/৮ (মিঠুন ৪৪, মৃত্যুঞ্জয় ২৪; আল মামুন ২/১৫, নাসুম ১/১৭)


রংপুর : ১৭ ওভারে ১৩৮/২ (নাসির ৪৬, নাঈম ৪০*; শেখ পারভেজ ১/১২, আফিফ ১/১৬)


ফল : রংপুর ৮ উইকেটে বিজয়ী



No comments:

Post a Comment

Pages