ইতিহাস গড়লেন বাংলাদেশের স্পিনার রিশাদ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 18 October 2025

ইতিহাস গড়লেন বাংলাদেশের স্পিনার রিশাদ


সময় ডেস্ক :
বাংলাদেশের স্পিন বোলিংয়ের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে ঘূর্ণির জাদুতে ৫ উইকেট তুলে নিয়ে তিনি গড়েছেন অনন্য রেকর্ড। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি।


তার আগে এই কৃতিত্ব ছিল না দেশের কোনো ডানহাতি স্পিনারের দখলে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটার আর পার্ট টাইম স্পিনার রাজিন সালেহ নিয়েছিলেন ৪ উইকেট ১৬ রানে-যা এতদিন ছিল সর্বোচ্চ। প্রায় দুই দশক পর সেই রেকর্ড ভেঙে দিলেন রিশাদ।


শনিবার (১৮ অক্টোবর) মিরপুরে তার বোলিং ফিগার ৮ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট। প্রতিটি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে। বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে রিশাদই তুলে দিয়েছেন। 


ইনিংসের গতি ভেঙে দিয়ে বারবার ফিরেছেন আক্রমণে, আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ পাঁচ ব্যাটারকে।


বাংলাদেশের ঘূর্ণি ঐতিহ্য এতদিন মূলত বাঁহাতি বোলারদের ঘিরেই আবর্তিত হয়েছে- সাকিব আল হাসান, তাইজুল ইসলাম বা নাসুম আহমেদের মতো স্পিনাররা দলকে বহুবার জিতিয়েছেন। 


এবার সেই ধারায় নতুন মাত্রা যোগ করলেন রিশাদ। দেশের প্রথম সফল ডানহাতি লেগ স্পিনার হিসেবে।


No comments:

Post a Comment

Pages