অপকর্মের দায়ে থাইল্যান্ডে ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 14 October 2025

অপকর্মের দায়ে থাইল্যান্ডে ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার


সময় ডেস্ক :
হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরাইলি সেনাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 


মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে কোহ ফাংগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বান সি থানু এলাকার ওই ভিলায় শব্দদূষণের অভিযোগে অভিযান চালানো হয়। 


সেখানে চার ইসরাইলিকে বসে থাকতে দেখা যায়, যাদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের আসনের নিচ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা জানায়, তারা ইসরাইলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায় ১০-১৫ জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। অভিযোগ পাওয়ার পর বাকিরা ভিলা থেকে চলে যান।


পরবর্তীতে ৪ জনকে কোহ ফাংগান হাসপাতলে নেওয়া হলে তাদের মূত্র পরীক্ষা পজিটিভ আসে, যেখানে কোকেন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।


ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পল. লে. কর্নেল উইনিত বুনচিত জানান, অভিযুক্তরা দাবি করেছেন—তারা মাদক কিনেছেন পার্টিতে উপস্থিত অন্য কিছু ইসরাইলির কাছ থেকে, তবে তাদের পরিচয় জানেন না।


No comments:

Post a Comment

Pages