সময় ডেস্ক : বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক যুবক। সোমবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে ঘটে এ ঘটনা।
পরদিন মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে থানায় মামলার পর বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পচামাদিয়া গ্রামের মুদি দোকানদার আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট চাওয়ায় তা দিতে অস্বীকৃতি জানান দোকানদার। এবং পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন।
এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সুযোগ বুঝে দোকানদারের ডান কানে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকানদার আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মঙ্গলবার আহতের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই নাজমুল ইসলাম কান কামড়ে ছিঁড়ে দেয়ার বিষয়টি উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
No comments:
Post a Comment