অতর্কিত হামলায় ৯ সেনার মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 12 August 2025

অতর্কিত হামলায় ৯ সেনার মৃত্যু


সময় ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন।


মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক সূত্র। খবর আনাদোলুর


যুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার একদিন পরই সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। 


সরকারি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলায় এক অতর্কিত হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।


পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও হামলার কেন্দ্রস্থল’ হয়ে উঠেছে।


ওয়াশুক জেলার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বহু সংখ্যক সন্ত্রাসী একটি পুলিশ স্টেশন এবং সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে তিনি বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন।


তিনি আরও বলেন, মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী সরকারি ভবনে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছিল। এই হামলায় নয় সেনা নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন পাকিস্তানি সেনা।


এই অঞ্চলে প্রভাব বিস্তার করা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী হলো বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড দু’টি গোষ্ঠীকেই সোমবার ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages