সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব হাজী মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী বুধবার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 8 July 2025

সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব হাজী মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী বুধবার


প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, কামালগঞ্জ প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভূমিদাতা, তেলিরাই জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী, স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলার প্রতিষ্ঠাতা ও সভাপতি, 


সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাবেক সহ সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ও সহ সভাপতি, গণদাবি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি, স্বাধীনতা উত্তর মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের কৃতি সন্তান মরহুম হাজী মো. মওলুল হোসেন এর ২০তম মৃত্যুবার্ষিকী আগামী কাল। 


বুধবার (৯ জুলাই) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। 


ঐদিন পরিবারের পক্ষ থেকে গুপশহর মদিনাতুল উলুম এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হবে। পরে বাদ আসর তেলিরাই জামে মসজিদ ও স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ৬ষ্ঠ ছেলে মো. এমদাদ হোসেন।


No comments:

Post a Comment

Pages